অস্ট্রেলিয়ার বিপক্ষে মধুর জয়ে যা বললেন তামিম-মুশফিক
ইনিংসের প্রথম বলেই উইকেট। অ্যালেক্স ক্যারিকে বোল্ড করে ম্যাচেরই যেন সুর বেঁধে দিলেন মেহেদী হাসান। ইনিংসের শেষ বলে মিচেল স্টার্ককে বোল্ড করে স্বপ্ন সত্যি হওয়ার গল্পটাকে পূর্ণতা দিলেন মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুরে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। মাত্র ১৩১ রানের পুঁজি নিয়েই অস্ট্রেলিয়াকে পরাভূত করা সম্ভব হয়েছে স্পিনার নাসুমের নীলবিষে।
ঐতিহাসিক এ ম্যাচে অংশ নিতে পারেননি দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও অন্যতম সেরা উইকেট-কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। হাঁটুর চোটের কারণে দুই মাস বিশ্রামে আছেন তামিম। অন্যদিকে মুশফিক ফিট থাকলেও করোনার ভয়ে তটস্থ অস্ট্রেলিয়া কোয়ারেন্টিন ইস্যুতে সিরিজ থেকে ছিটকে গেছেন।
তবে সতীর্থদের সঙ্গে না থেকেও আছেন তামিম-মুশফিক। ইতিহাস গড়া ম্যাচে দুর্ভাগ্যক্রমে না থাকলেও ইতিহাসের অংশ হতে চেয়েছেন সোশ্যাল মিডিয়ায় জয়োল্লাস প্রকাশের মাধ্যমে। প্রিয় দলকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে।
ম্যাচ জয়ের নিজের ব্যক্তিগত টুইটারে এক টুইটবার্তায় মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ দুর্দান্ত জয় ছেলেরা। এখন আমাদের নজর দিতে হবে সিরিজ জয়ে ইনশাআল্লাহ।’
ভেরিফায়েড ফেসবুকেও এমন একটি স্ট্যাটাস দিয়েছেন।
এদিকে টিভিতে খেলা দেখে উচ্ছ্বাসে ভেসেছেন বাংলাদেশের আরেক স্তম্ভ তামিম ইকবালও।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দনসূচক একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ ২০২১। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।’