অস্ত্র উদ্ধার অভিযানে কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে ভারি অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং এতে সরকারের কোনো ব্যর্থতা নেই, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভারি অস্ত্র উদ্ধারে চলমান অভিযানে সরকারের পূর্ণ সফলতা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার সকালে পূর্বাচলের ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে প্রশ্ন করলে উপদেষ্টা জানান, জনগণের সেবার মান বাড়াতে আইনটি প্রণয়ন করা হয়েছে। বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তা জানানো যেতে পারে। এ সময় বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য এড়িয়ে যান।
তিনি আরও জানান, দুর্যোগ মোকাবিলায় সহায়তার জন্য ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের সুবিধা বাড়ানোর বিষয়েও সরকার ভাবছে। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।
বিআলো/শিলি



