• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে ভিডিও, ধর্ষক আটক 

     dailybangla 
    25th Jan 2025 1:43 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

    শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

    ভুক্তভোগী নারীর বাড়ি ঝালকাঠি। তিনি মা বাবার সাথে আশুলিয়ার নরসিংহপুর বকুল মীর এর বাসায় ভাড়া থাকেন। অপরদিকে অভিযুক্ত আশরাফ কাজী মানিকগঞ্জ জেলার মোহাম্মদ কাজীর ছেলে। সে নরসিংহপুরে বসবাস করেন।

    ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমরা দীর্ঘদিন আশরাফ কাজীর বাসার ভাড়াটিয়া ছিলাম। সে আমাকে বোন আর আমার স্বামীকে ভাই বানিয়ে আমাদের এখানে আসা যাওয়া করত। যখন জানতে পারলাম সে আমার মেয়েকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে তখন তার বাড়ী থেকে আমরা চলে আসি এবং আমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দেই। গতকাল আমার মেয়ে বাড়ী থেকে এসেছে। আমি এবং আমার স্বামী কর্মস্থলে চলে যাওয়া পর আশরাফ আমার বাসায় এসে আমার মেয়েকে গলায় ছুড়ি ধরে জোরপূর্বক ধর্ষণ করে। খবর পেয়ে আমি বাসায় আসি। বাসায় এসে আমার মেয়ের কাছে জিজ্ঞেস করলে বলে আশরাফ তাকে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণকারী ভিডিও ধারণ করে। পরে তার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আটক করে মারধর করে।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত ব্যক্তিকে জনগণ আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

    অভিযুক্ত আশরাফ আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728