• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আইন উপদেষ্টার বাসভবনে ‘ড্রোন’, তদন্তে গোয়েন্দারা 

     dailybangla 
    27th Apr 2025 6:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে একটি সন্দেহজনক ড্রোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম। শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে ড্রোনটি সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।

    বিষয়টি নিশ্চিত করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ড্রোনটি বর্তমানে ফরেনসিক পরীক্ষাধীন। পাশাপাশি, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। একই সঙ্গে বোম্ব ডিসপোজাল ইউনিটও ড্রোনটির নিরাপত্তাগত দিকগুলো যাচাই করছে।

    তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ড্রোনটি কোথা থেকে এসেছে, কারা এটি পাঠিয়েছে—সে বিষয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    ঘটনার বিবরণ অনুযায়ী, বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে প্রায় ১৫০ গজ দূরে বাগানের একটি আমগাছের কাছে ঘাসের মধ্যে পড়ে থাকা অবস্থায় ড্রোনটি প্রথম দেখতে পান বাড়ির মালী সালমা হক। তিনি সেটি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে সিটিটিসি’র একটি দল ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে।

    প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, ড্রোনটিতে ‘মেইড ইন চায়না’ লেখা রয়েছে এবং এর ওজন ২৪৯ গ্রাম। ডিভাইসটিতে কোনো মেমোরি কার্ড ছিল না, ব্যাটারিও খোলা ছিল—যা থেকে ধারণা করা হচ্ছে এটি হয়তো নজরদারির উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930