আইসিটি মামলায় অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক
এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাবেক পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় নবীনগরের ৫ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯/১০) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহিরুল কবিরের বেঞ্চ তাদের অব্যাহতির আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী স্বরুপ কান্তি দেবনাথ বলেন, ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (২৯ অক্টোবর) দুই পক্ষের শুনানি শেষে ৫ সাংবাদিককে আদালত অব্যাহতি দিয়েছেন।
অব্যাহতি পাওয়া পাঁচ সাংবাদিক হলেন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন, এশিয়ান টিভির নবীনগর প্রতিনিধি জ ই বুলবুল, দৈনিক বর্তমান নবীনগর প্রতিনিধি সফর আলী, নবীনগর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পদক ও ঢাকা নিউজ ২৪.কম এর সাবেক প্রতিনিধি মমিনুল হক রুবেল, আমার সংবাদের নবীনগর প্রতিনিধি মো. বাবুল মিয়া। মামলায় বাদী পক্ষে ছিলেন আইনজীবী মো. হাসান রেজা নাজমী ভুইয়া ডেভিড।
উল্লেখ্য, অভিযোগের ভিত্তিতে মুক্তিযোদ্ধার ভুয়া সন্তান সেজে ভাতা উত্তোলনের শিরোনামে প্রায় ২০/২৫ জন সাংবাদিক তাদের জাতীয় পত্রিকা নিউজটি প্রকাশ করেন। সেই প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে নবীনগর উপজেলার মাত্র পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নবীনগরের পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন গত ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেছিলেন।
বিআলো/তুরাগ