আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল
dailybangla
10th Nov 2024 11:01 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
রবিবার বিকালে পাটুয়াটুলি, ওয়াইজঘাট এলাকা থেকে শুরু হয়ে নবাববাড়ি পুকুর পাড়, কুমারটুলি, ইসলামপুর, শাঁখারী বাজার মোড় পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করে।
মিছিলে এবিএম পারভেজ রেজার নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অসংখ্য নেতাকর্মী অংশ গ্রহণ করে। এ সময় যুবদলের টয়, বাবু সোনা, মামুনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ