• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক 

     dailybangla 
    30th Oct 2024 8:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর কোন সুযোগ নাই,কোন চাঁদাবাজি দখলদারি ও লুটতরাজের কোন সুযোগ নাই উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন,আমরা এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার জিরো টলারেন্স দেখাবো।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানী পল্লবীর দোয়ারীপাড়া এলাকায় ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, আজ বাংলাদেশে কোন আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে। তারা নব্য বিএনপিতে তৈরি হয়েছে। এই আওয়ামী লীগ নব্য বিএনপি হয়ে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারি ও লুটতরাজ করছে। এদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।

    প্রতিরোধ করতে হবে। কারন এই দুষ্কৃতকারীরা বিভিন্ন ভাবে আপনাদের কারও হাত ধরে দলে অনুপ্রবেশ করার চেষ্টা করছে।কিন্তু বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর সুযোগ নাই,কোন স্হান নাই। যদি আপনাদের সহযোগিতায়- যদি কেউ দলের ভিতরে অনুপ্রবেশ করার সুযোগ পায়, তাহলে সেও বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন।

    বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের লোকজনের ওপর এবং সাধারণ জনগণের ওপরে যেভাবে জুলুম-অত্যচার ও নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের গুম খুন ও হত্যা করেছে,কোন অবস্থাতেই এই স্বৈরাচার আওয়ামী লীগের স্হান বাংলাদেশের কোথাও হবে না।

    এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2024
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930