আখাউড়া উপজেলা সাংবাদিক কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভা
নাজমুল হোসেন, কসবা, (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়া উপজেলা সাংবাদিক কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের এমপি প্রার্থী মো. আতাউর রহমান সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আখাউড়া উপজেলা জামায়াত কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার অভিযোগ করে বলেন, তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বিরোধী দলের লোকজনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা ও মারধরের মতো ন্যাক্কারজনক ঘটনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নদী-নালা, খাল-বিল সংরক্ষণ ও রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যুব সমাজের জন্য উচ্চশিক্ষায় বিনামূল্যে স্কলারশিপ প্রদান, স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন, পাঁচটি অ্যাম্বুল্যান্স সংযোজন, রাস্তাঘাট সংস্কার এবং এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে কাজ করা হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আখাউড়া-কসবার সাংবাদিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু কিছু ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সে তালিকা প্রশাসনের কাছে প্রদান করা হবে।
একই সঙ্গে বিরোধী দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, নিয়মিতভাবে আচরণবিধি ভঙ্গ করা হলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি প্রিজাইডিং অফিসার নিয়োগেও পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে আতাউর রহমান সরকার বলেন, এসব অন্যায় কার্যক্রম অব্যাহত থাকলে জামায়াতে ইসলামী রাজপথে নেমে জনগণের অধিকার আদায়ে প্রস্তুত থাকবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোরহান উদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিবির সভাপতি জুলফিকার হায়দার রাফী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সানাউল্লাহ, সাবেক উপজেলা শিবির সভাপতি শেখ ছাদেকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল হিমেল, জেলা এনসিপি নেতা এমএ মামুন শরীফ বাতেন, উপজেলা এনসিপি নেতা মো. রুবায়েদ, সাহেব আলী, প্রবাসী জামায়াত নেতা জামিল ভুইয়া প্রমুখ।
বিআলো/আমিনা



