আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ছয় দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে পূর্বোত্তর ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া যুগান্তরকে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত এ ছয় দিন ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে আবারও এ বন্দর দিয়ে মাছসহ পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ যুগান্তরকে জানান, কোভিড পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকলেও হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিয়ে সপ্তাহে (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) এই তিন দিন সকাল ৮টা থেকে বিকাল ৩টার মধ্যে পাসপোর্টধারীরা দেশে ফিরছেন।