• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আখি চৌধুরীর কান্না ছুঁয়ে গেলো হৃদয় “জানতাম না রে বন্ধু” গানে ঝড়! 

     dailybangla 
    17th Jul 2025 8:02 pm  |  অনলাইন সংস্করণ

    ইসমাইল হোসেন: বাংলা বিনোদন দুনিয়ায় যেন নতুন এক আবেগের ঢেউ উঠেছে। আখি চৌধুরীর অভিনীত নতুন মিউজিক্যাল ভিডিও “জানতাম না রে বন্ধু” মুক্তির আগেই ছড়িয়ে পড়েছে আলোচনার ঝড়। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ — #জানতাম_না_রে_বন্ধু ও #আখি_চৌধুরী, আর তার কান্নায় ভিজে উঠছে হাজারো দর্শকের চোখ।

    গল্পে যেভাবে হৃদয় ছুঁয়ে যায়: এই মিউজিক ভিডিওতে আখি চৌধুরী অভিনয় করেছেন এক সরল, নিরীহ গ্রামের মেয়ের চরিত্রে, যিনি ভালোবেসে বিয়ে করেন শহরের এক মধ্যবিত্ত পরিবারের সন্তানকে (অভিনয়ে এমকে মিরাজ খান)। তবে সেই সম্পর্ক সহজ ছিল না। স্বামীর বাবা মেয়েটিকে মেনে নিতে রাজি হন না। সংসারে শুরু হয় দহন, অবহেলা, ত্যাগ আর অবিশ্বাসের এক করুণ অধ্যায়।

    এক পর্যায়ে সমাজ ও পারিবারিক চাপের কাছে হার মানে ভালোবাসা — স্বামী তাকে ঘর থেকে বের করে দেয়। অথচ সেই সময় মেয়েটি গর্ভবতী। একা, নিঃস্ব, অথচ ভাঙেনি সে। কষ্টের ভারে দাঁড়িয়ে থেকে গেয়ে ওঠে,
    “জানতাম না রে বন্ধু, তোর পিরিতে এত কষ্ট।”

    এই দৃশ্যেই কেঁদে ফেলেছেন দর্শক। আর এই মুহূর্তটিতে আখি চৌধুরীর কান্না এতটাই বাস্তব, এতটাই হৃদয়বিদারক, যে সেটি হয়ে উঠেছে চলতি বছরের অন্যতম আবেগঘন পারফরম্যান্স।

    আখির কণ্ঠে, আখির অভিনয়েই গান: এই গানে শুধু অভিনয় নয়, নিজের কণ্ঠেও চমকে দিয়েছেন আখি চৌধুরী। তার কণ্ঠের আবেগ, দুঃখবোধ আর হতাশা যেন পর্দা ভেদ করে চলে আসে দর্শকের মনের গহীনে। তার সাথে দ্বৈত কণ্ঠে আছেন এমকে মিরাজ খান। গানটির সুরে যে তীব্র ব্যথা, তা পর্দায় আখির অভিনয়ে যেন আরও বহুগুণ বেড়ে যায়।

    প্রযোজকের কণ্ঠে আখির প্রশংসা: চপল মিউজিক বিডি-র প্রযোজক চপল বলেন, “আখিকে নিয়ে কাজ করাটা নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত। সে শুধু রূপে নয়, অভিনয়ে মন জয় করে নেওয়ার ক্ষমতা রাখে। এই মিউজিক ভিডিওতে সে নিজেকে ছাপিয়ে গেছে।”

    মিউজিক ভিডিওর কারিগরি দিক: নৃত্য পরিচালনা: রফিকুল ইসলাম রনি, চিত্রগ্রহণ: সোহেল খান, মেকআপ: মুন্না, সহকারী পরিচালক: চঞ্চল ইসলাম শাহাজালাল, লেবেল: চপল মিউজিক বিডি। ইতোমধ্যেই ইউটিউবে প্রকাশিত ট্রেলার পেয়েছে অভাবনীয় সাড়া।

    আখির নিজের অনুভব: আখি চৌধুরী বলেন, “এই চরিত্রটা আমার আত্মার কাছাকাছি। শুটিংয়ের সময় আমি নিজেই কান্না থামাতে পারিনি। এটা কেবল অভিনয় নয় — অনেক মেয়ের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।”

    সম্ভাবনা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের!

    মিডিয়া বিশ্লেষকদের মতে, আখির এই পারফরম্যান্স তাকে সহজেই পৌঁছে দিতে পারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মনোনয়নের দোরগোড়ায়। এটাই হতে পারে তার ক্যারিয়ারের মোড় ঘোরানো কাজ।“জানতাম না রে বন্ধু” এখন শুধু একটি মিউজিক ভিডিও নয় — এটি হয়ে উঠেছে সমাজে নারীর কষ্ট, ত্যাগ আর আত্মসংগ্রামের প্রতীক। আর আখি চৌধুরী? তিনি নিজেকে প্রমাণ করলেন একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবে।

    এখন শুধু সময়ের অপেক্ষা, এই মিউজিক ভিডিও তাকে কোথায় নিয়ে যায়, আর কিভাবে বদলে দেয় বাংলা মিউজিক ভিডিওর মানচিত্র।

    ইমরান/বি আলো

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930