আজকের স্বর্ণের দাম কমলো ভরিতে ১,০৫০ টাকা
বিআলো ডেস্ক: আজ (৮ ডিসেম্বর) সোমবার থেকে দেশের বাজারে স্বর্ণের দর আবার কমানো হয়েছে। সর্বোচ্চ মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কিছুটা নেমে আসায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সমন্বয় করেছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর এই নতুন মূল্যে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে।
বর্তমান দাম এক নজরে (প্রতি ভরি):
* ২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা
* ২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা
* ১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা
* সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা
বাজুস জানিয়েছে, এই মূল্যের সঙ্গে গ্রাহককে বাধ্যতামূলকভাবে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন, কারুকার্য ও জটিলতার ওপর মজুরির পরিমাণ বাড়তে পারে।
এর আগে গত ১ ডিসেম্বর বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। সেবার ভরিতে ১,৫৭৫ টাকা বৃদ্ধির পর ২২ ক্যারেটের দর উঠেছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়, যা ২ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
এদিকে রুপার বাজারদরে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে দেশে প্রতি ভরি রুপার দাম এ রকম:
* ২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা
* ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
* ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
* সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা
বিআলো/শিলি



