আজ জিয়ার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বাবার কবর জিয়ারত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।
১৭ বছর পর দেশে ফেরার পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তারেক রহমানের আগমন ঘিরে সাভারসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, স্মৃতিসৌধ এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হতে পারে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে বিশাল জনসমাবেশে বক্তব্য দেন তারেক রহমান, যেখানে তিনি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/শিলি



