আজ থেকে নতুন সময়সূচিতে চলছে ব্যাংকের লেনদেন
dailybangla
28th Jul 2024 2:14 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোয় ব্যাংক লেনদেনের সময়সূচিও সমন্বয় করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার (২৮ জুলাই) থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শনিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮, ২৯ ও ৩০ জুলাই সরকারি অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তফসিলি ব্যাংকগুলো তাদের অফিস সময়সূচি সমন্বয় করবে। ব্যাংকগুলো তাদের দাপ্তরিক কাজ শেষ করে বিকেল সাড়ে ৩টার মধ্যে বন্ধ করে দেবে। লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।
এর আগে, গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা ছিলো। টানা তিন দিন বন্ধ থাকার পর সীমিত সময় ব্যাংক খোলায় ওই দু’দিন বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা দেয়।
বিআলো/শিলি