আজ থেকে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় কমলো
dailybangla
01st Jan 2025 1:01 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: সারা দেশে আজ (১ জানুয়ারি) থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, সিএনজি স্টেশনসমূহে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল দুই ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুন:নির্ধারণ করা হলো। যা আগামীকাল থেকে কার্যকর হবে।
বিআলো/শিলি