ছাত্র সমাজ উচ্চ আদালতে ন্যায় বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না: প্রধানমন্ত্রী
dailybangla
17th Jul 2024 12:50 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ছাত্র সমাজ উচ্চ আদালতে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না।
১৭ জুলাই, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা জানান।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তাতে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিআলো/শিলি