• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আজ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী 

     dailybangla 
    16th Jul 2024 6:51 pm  |  অনলাইন সংস্করণ

    ইবনে ফরহাদ তুরাগঃ বাংলাদেশের সবচেয়ে বড় ইতিহাস চর্চাকেন্দ্রিক অনলাইন প্ল্যাটফর্ম, সংগ্রহশালা ও সেবামূলক প্রতিষ্ঠান “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র” -এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০১৬ সালের ১৬ জুলাই ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সন্তান সংগ্রাহক, সমাজকর্মী ও উদ্যোক্তা গিরিধর দে-এর হাত ধরে ব্যক্তিগত সংগ্রহের ১০ হাজার ছবি ও পেপার কাটিং নিয়ে প্রতিষ্ঠিত হয় ব্যক্তি উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠান। তথ্যসমৃদ্ধ দেশ ও জ্ঞানমনস্ক সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান এখন সারাদেশে তুমুল জনপ্রিয়।

    জানা যায়, ছোটবেলায় পিতা সুধীর কুমার দে এর থেকে সৃষ্টি হওয়া আগ্রহ পারিবারিক সংগ্রহের কিছু ছবি, পেপার কাটিং ও এন্টিক সংগ্রহ দিয়ে যাত্রা শুরু করেন গিরিধর দে। তথ্যবিকৃতি রোধে ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র”। অভিনব উপায়ে দুষ্প্রাপ্য ছবির মাধ্যমে তুলে ধরেন দেশের অতীত ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সংস্কৃতি ও কৃষ্টিকে। শুরুর দিকে মাত্র ১০ হাজার সংগ্রহ সংখ্যা নিয়ে যাত্রা শুরু করেন পরবর্তীতে সংগ্রহ সংখ্যা বাড়াতে অবলম্বন করেন বিভিন্ন উপায়।

    স্বেচ্ছাশ্রমে বাংলার আবহমান ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধেকে উপস্থাপন করে এরূপ দুষ্প্রাপ্য দলিলাদি সারাদেশব্যাপী সংগ্রহ করে প্রতিষ্ঠানটি, এরপর সেগুলো চর্চা, গবেষণা, প্রচার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটালভাবেভাবে সংরক্ষণের পাশাপাশি নানারকম সমাজসেবামূলক কর্মকাণ্ডও করেন। সময়ের সাথে বেড়েছে কাজের পরিধি। বর্তমানে প্রতিষ্ঠানটির সংগ্রহে বিস্তারিত তথ্যসহ রয়েছে প্রায় ৮০ হাজার দুষ্প্রাপ্য ছবি ও দলিলাদি। শুধু তাই নয় পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন সেবাপ্রদানও করে প্রতিষ্ঠানটি। সৃষ্টিশীল কাজের প্রসার বৃদ্ধিতে বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণকে নানা সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি। তথ্য-ছবি-ভিডিও-দলিল-দস্তাবেজ-নথি-পত্রিকা সরবরাহ, গবেষকদের মাধ্যমে সহায়তা প্রদান কিংবা মানবিক ডাকে সাড়া দিয়ে হারানো বন্ধু/পরিবার/স্বজনদের খুঁজে পেতে সহায়তা সবই করে এই প্রতিষ্ঠান। এর বাইরেও সমাজ পরিবর্তনে সমমনা নানা প্রতিষ্ঠানের সঙ্গে একত্রিত হয়ে কাজের পাশাপাশি তথ্যবিকৃতি রোধ সহ দেশে নানা সময়ে ছড়িয়ে পড়া গুজব রোধেও নানা কৌশলে সক্রিয় থাকেন তারা।

    তাদের এই সেবাগুলো গ্রহণের ক্ষেত্রে নিবন্ধিত সদস্য কিংবা প্রতিষ্ঠান চাইলেই একটি গুগল ফরম পূরণপূর্বক সেবাগুলো খুব সহজেই গ্রহণ করতে পারেন (আবেদন ফরম লিংক: https://forms.gle/zrzWXzGqS1fUPs84A)।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র”-এর মোট ফলোয়ার সংখ্যা প্রায় সতেরো লাখ পঞ্চাশ হাজার। সারাদেশে রয়েছে অসংখ্য কন্ট্রিবিউটর। প্রতি মাসে শুধু অনলাইনেই তাঁদের রিচ/পাঠক সংখ্যা প্রায় পাঁচ থেকে দশ কোটি।

    স্বেচ্ছাশ্রমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ সহ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে নানা পুরস্কার।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     

    ফরহাদ হত্যার প্রতিবাদে লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031