আজ বিশ্ব বাঘ দিবস
নিজস্ব প্রতিনিধি: সুন্দরবন ভালো না থাকলে বাঘও ভালো থাকবে না। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা সর্বাধিক। সুন্দরবন এবং তার প্রধান অলংকার বাঘকে রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।
২৯ জুলাই, সোমবার সকালে সুন্দরবন সংলগ্ন মোংলার কাইনমারিতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়ারটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে বনজীবী সমাবেশে বক্তারা একথা বলেন।
এসময় বনজীবী সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবনের জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হা্ওলাদার।
সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. নূর আলম শেখ।
এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবনের বনজীবী মো. জাহিদ ব্যাপারী, মো. শাহাদত ব্যাপারী প্রমুখ।
বাঘ দিবসের সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. নূর আলম শেখ বলেন, বাঘ বাঁচাও ও সুন্দরবন বাঁচাও, বাঘ সুন্দরবনের ভারসাম্য রক্ষা করে,তাই বাঘ রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। বাঘের সংখ্যা বৃদ্ধি পেতে সুন্দরবনকে রক্ষা করতে হবে।
বিআলো/শিলি