আড়াইহাজারে ‘ডাকাত-মাদক নির্মূল’ প্রতিশ্রুতি নিয়ে নজরুল আজাদের জনসভা
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: জাতীয় বিপ্লব ও গণসহযোগিতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের উদ্যোগে এক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মঞ্জুরুল ইসলাম স্টেডিয়াম মাঠে আয়োজিত এ জনসভায় নেতা–কর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে পুরো মাঠ ছিল স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর।
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সমাবেশে বলেন, “দল আমাকে মনোনয়ন দিয়েছে, এটি আড়াইহাজারের জনগণের বিজয়। ধানের শীষের পক্ষে রেকর্ড সংখ্যক ভোটে জয় এনে দিতে হবে।”
তিনি বলেন, আড়াইহাজারে দুই-একটি এলাকায় ডাকাতদের বিচরণ রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব ব্যক্তিকে পুনর্বাসনের মাধ্যমে এলাকাকে ডাকাতমুক্ত করা হবে। মাদক প্রতিরোধেও শূন্য সহনশীল নীতির অঙ্গীকার করেন তিনি।
আজাদ আরও বলেন, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবার সহযোগিতায় গড়ে তোলা হবে আধুনিক ও নিরাপদ আড়াইহাজার। ধানের শীষ এখানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটে জয়ী হবে, ইনশাআল্লাহ।”
সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়, যেখানে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
বিআলো/ইমরান



