আত্মঘাতী হামলার হুমকি: টেক্সাসে আফগান নাগরিক গ্রেফতার
dailybangla
03rd Dec 2025 10:36 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন নাগরিকদের ওপর আত্মঘাতী হামলার হুমকি দেয়ায় টেক্সাসে এক আফগান নাগরিককে গ্রেফতার করেছে এফবিআই। ৩০ বছরের মোহাম্মদ দাউদ আলোকোজাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তালেবানের প্রশংসা এবং আত্মঘাতী হামলার হুমকি দেন।
বিচার বিভাগ জানিয়েছে, ২৩ নভেম্বর ওই ভিডিও পোস্ট করার পর তদন্তকারীরা দ্রুত তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে আলোকোজাই জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন হামলার উদ্দেশ্যে।
হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর অভিবাসীদের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই নতুন এই গ্রেফতারের ঘটনা ঘটল।
আলোকোজাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এদিকে সাম্প্রতিক হামলার জেরে আশ্রয় আবেদনের সব সিদ্ধান্ত সাময়িক স্থগিত করেছে মার্কিন প্রশাসন।
বিআলো/শিলি



