• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আনচেলত্তি এবার ব্রাজিলের সুসময় ফেরাতে পারবেন তো? 

     dailybangla 
    13th May 2025 4:15 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচ তিনি। এক রিয়াল মাদ্রিদের হয়েই তো জিতেছেন সবকিছু। তার আগে এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখের হয়ে কতো কি জিতলেন, তার কোনো ইয়ত্তাই নেই। তবে ২৬ মে থেকে শুরু হচ্ছে তার নতুন এক অগ্নিপরীক্ষা। নতুন এক ভূমিকায় দেখা মিলবে ‘ডন’ কার্লো আনচেলত্তির। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিলের কোচ বনে গেছেন তিনি।

    রিয়াল মাদ্রিদে দুই দফায় কাজ করেছেন তিনি। দুই দফাতেই জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। কোপা দেল রেও দুই দফাতেই, মাঝে রিয়াল মাদ্রিদ আবার এই শিরোপাটা জিততে পারেনি ৯ বছর। প্রথম দফায় লা লিগা জেতা হয়নি, শেষ দফায় জিতেছেন দুটো। চলতি মৌসুমটা ভুলেই যেতে চাইবেন আনচেলত্তি। তবে এ মৌসুমেও দলটা যা করেছে, তা আর যাই হোক সামান্য কিছু আদৌ নয়।

    চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের রক্ষণ নিয়ে সমস্যা ছিল প্রায় প্রতি ম্যাচেই। শুরু থেকে অভিজ্ঞ দানি কারভাহাল ছিলেন না, এরপর সময়ে অসময়ে বড় বড় ডিফেন্ডারদেরও হারিয়েছেন কার্লো। তবে এরপরও তার দল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে খেলেছে, লিগের ৩৫ ম্যাচ পর্যন্ত লড়াই করেছে, কোপা দেল রে আর সুপার কোপার ফাইনালেও খেলেছে, এত সমস্যার পরও এমন সব মঞ্চে চলে যাওয়াটা খারাপ নয় নেহায়েত। দলটা রিয়াল মাদ্রিদ না হলে এই মৌসুমকেও বেশ করে মূল্যায়ন করার কথা বৈকি!

    এবার তিনি যেখানে যাচ্ছেন, তাদের স্বভাবও রিয়ালের মতোই। অল্পেতে মন ভরে না। আপনি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ফেলতে পারেন বটে, কিন্তু শিরোপা না এনে দিলে আপনাকে শূলে চড়তেই হবে। এমন সব লক্ষ্য নিয়েই কার্লোর দুয়ারে ধর্ণা দিয়েছে ব্রাজিল। সবকিছু জেনে বুঝে তবেই সেলেসাওদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি।

    বিদেশী একজন কোচ জাতীয় দল সামলাচ্ছেন, ব্রাজিল নিজেদের ইতিহাসে এমন কাজ করেনি আর কখনোই। এমনকি বিশ্ব ফুটবলেও এমন কিছুর দেখা খুব কমই মেলে। আর যদি বিশ্বকাপের ইতিহাস ঘেটে দেখেন, তাহলে দেখবেন বিদেশী কোনো কোচের অধীনে কখনোই কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি।

    এত বিরুদ্ধ ইতিহাসের পরও কার্লোর কাছেই গেল ব্রাজিল; সেটাও আবার এক বার নয়, একাধিকবার। সেই ২০২৩ সাল থেকে আনচেলত্তির আশায় অপার হয়ে বসে ছিল দলটা। বারদুয়েক না করে অবশেষে বিশ্বকাপ থেকে এক বছরের দূরত্বে দাঁড়িয়ে দায়িত্বটা নিলেন ইতালিয়ান এই সর্বজয়ী কোচ। দায়িত্বটা নিলেন এমন এক সময়ে, যখন বিশ্বকাপ বাছাইপর্বে দলটা ধুঁকছে, বিদায়ের শঙ্কা অবশ্য নেই, কিন্তু এই দল নিয়ে বিশ্বকাপের আশা করা যাচ্ছে না, ঠিক এমন সময় দলের দায়িত্বটা নিলেন আনচেলত্তি।

    আনচেলত্তি ব্রাজিলের হয়ে কেমন করবেন, সে প্রশ্নের জবাবটা লুকিয়ে আছে ব্রাজিলের এখন কী দরকার ছিল, সে তার উত্তরে। কোচেদের বিভিন্ন রকমফের হয়। কোনো কোনো কোচ কৌশলগত মুনশিয়ানায় ঋদ্ধ হন, যেমন পেপ গার্দিওলা, কেউ কেউ আবার হন মানব-সম্পদ ব্যবস্থাপনায় সেরা। কেউ কেউ আবার দুই ক্ষেত্রেই সমান সফল হন। তবে আনচেলত্তি এই কাতারে পড়বেন ঠিকই, তবে তার মুনশিয়ানা ম্যান ম্যানেজমেন্টের দিকেই বেশি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930