আনোয়ারায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে বাঁশখালীর যুবকের মৃত্যু
মোহাম্মদ ফখরুল ইসলাম,বাঁশখালী: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরু চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে ফজল করিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে পরৈকোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাটনীকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজল করিম বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের সিন্নিপুকুর পাড় সংলগ্ন কালুমিয়ার বাড়ির বাসিন্দা এবং প্রয়াত কালু সওদাগরের ভাই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে স্থানীয় নুর মোহাম্মদের বাড়িতে একটি চোরের দল ঢোকে। সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে দুজন পালিয়ে যায়, তবে একজনকে ধরে ফেলে স্থানীয় জনগণ। পরে উত্তেজিত জনতা তাকে পিটুনিতে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে বাড়ির মালিক নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ফজল করিমের মৃত্যু হয়েছে। স্থানীয়দের তথ্যমতে, চুরির দায়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিআলো/ইমরান



