আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাস মেলায় সিসিডিএ এর অংশগ্রহণ
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষমহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন সিসিডিএ এর জেলা এবং উপজেলার কর্মর্কতাবৃন্দ।
বুধবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজিত র্যালি, আলোচনা সভা এবং চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী প্রবাসের সাথে সহযোগী স্টেক হোল্ডারদের পরামর্শ প্রদান করেন সিসিডিএ।
সিসিডিএ এর পক্ষ থেকে স্টলের সার্বিক সহযোগীতায় ছিলেন প্রকল্পের চাঁদপুর সদর উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।
মেলায় স্টল পরিদর্শন করেন ভেলভেটাস বাংলাদেশ প্রতিনিধি আরিফুর রহমান, জেলা সমন্বয়কারী মো: নাজমুল আহসান, প্রকল্প কর্মকর্তা, মো: শাহজাহান, আতিকুর রহমান, আব্দুর রহিম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এসময় স্টেক হোল্ডারদের উদ্দেশ্যে সিসিডিএ চাঁদপুর সদর উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার বলেন, অভিবাসী বাংলাদেশীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তথা দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন প্রভূত অবদান রাখছেন। যারা প্রবাসে গিয়ে উপার্জন করছেন, তাদের পাঠানো টাকায় রেমিট্যান্স বাড়ছে। তবে বিদেশ গমনেচ্ছুকদের অবশ্যই দক্ষ প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসে গেলে লাভবান হবেন। দক্ষতা অর্জন করে প্রবাসে গেলে নিজের এবং দেশের অর্থনীতির উন্নতি হবে।
মেলা প্রদর্শন শেষে গণনাটক ও জেলা সমন্বয়কারী নাজমুল আহসানের প্রকল্পের সংক্ষিপ্ত কার্যক্রম তুলে ধরার মাধ্যমে মেলার প্রদর্শনীর কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি।
বিআলো/শিলি