• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

     dailybangla 
    23rd Dec 2025 6:02 pm  |  অনলাইন সংস্করণ

    শায়েখ শোয়াইব আল আজহারী ইনস্টিটিউটের জেনারেল শাখার শুভ উদ্বোধন

    মোঃ আশিকুর রহমান: রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পূর্ব মোহাম্মদ পাকার মাথায় গতকাল সোমবার (২২ ডিসেম্বর) শায়েখ শোয়াইব আল আজহারী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের জেনারেল শাখার শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫।

    অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতিমান ক্বারিগণ অংশগ্রহণ করেন। তাঁদের কণ্ঠে পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের মধ্যে ছিলেন মিশর রেডিও ও টেলিভিশনের প্রসিদ্ধ শায়েখ এবং বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্বারি শায়েখ আব্দুল লতিফ ওয়াদান (মিশর)। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়েমেনের প্রসিদ্ধ ক্বারি ও নাশিদ শিল্পী শায়েখ বেলাল আলী আল আগবারী (ইয়েমেন)।

    বাংলাদেশের পক্ষ থেকে আমন্ত্রিত ক্বারিদের মধ্যে ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শায়েখ বেলাল বিন আশরাফ আজহারী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারি কারী মোমিনুল ইসলাম, মরহুম আল্লামা নুরুল ইসলাম কাছেমী (রাহি) সুযোগ্য পুত্র হাফেজ আসআদ আল আদিল জামিল আল আজহারী প্রমুখ।

    অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রুহুল আমিন (সাদী), হযরত মাওলানা মাহবুবুল্লাহ জালালী সাহেব এবং মদিনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মুহাদ্দিস নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানের আসন অলংকৃত করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক আলহাজ্ব মোসাদ্দেক হোসাইন।

    আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা লুৎফর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আন্তর্জাতিক বিচারক ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারি শায়েখ শোয়াইব মোঃ আল আজহারী, যিনি উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    বক্তারা বলেন, কুরআনের শুদ্ধ তিলাওয়াত ও কেরাত চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। তারা শায়েখ শোয়াইব আল আজহারী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

    অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031