আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর
আর্ন্তজাতিক ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান।
আল জাজিরা জানায়, বিএনপি তার প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। দলটির দাবি, এতে লাখো নেতাকর্মী অংশ নিতে পারেন।
রয়টার্স লিখেছে, শেখ হাসিনার অপসারণের পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে তারেক রহমানের ফেরা রাজনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তার প্রতিবেদনে তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবন ও রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে বলেছে, এই প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি টার্নিং পয়েন্ট।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন গতি আনতে পারে।
বিআলো/শিলি



