• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আফটারশকের আশঙ্কা নেই: আবহাওয়া অধিদপ্তর 

     dailybangla 
    21st Nov 2025 2:56 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত মাঝারি মাত্রার ভূমিকম্পে ভবনের রেলিং ও দেয়াল ধসে চারজনের মৃত্যু হয়েছে। তবে এই ভূমিকম্পের পর আর কোনো আফটারশকের সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।

    হঠাৎ মাটির কম্পনে রাজধানীর নানা স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বংশালে একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজনের মৃত্যু হয়। রূপগঞ্জে দেয়াল ধসে প্রাণ হারিয়েছে আরও একটি শিশু। বাড্ডা, যাত্রাবাড়ী ও ডেমরায়ও ভবন হেলে পড়া ও ধসের খবর পাওয়া গেছে।

    ভূমিকম্পের পর জনমনে আফটারশক নিয়ে উদ্বেগ তৈরি হলেও এ বিষয়ে স্বস্তির বার্তা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। বেলা ১১টা ২০ মিনিটে তিনি জানান, এই ভূমিকম্পের কোনো আফটারশকের সম্ভাবনা এখনো পাওয়া যায়নি।

    তিনি বলেন, এটি ছিল মাঝারি মাত্রার বা ‘মডারেট’ ভূমিকম্প- যার শক্তি খুব বেশি না হলেও কাঁপুনি সুস্পষ্টভাবে অনুভূত হয়। সাধারণত ৪.৫ থেকে ৬.০ মাত্রার ভূমিকম্পকে এই শ্রেণিতে ধরা হয়, যা আসবাবপত্র নড়ানোর মতো কাঁপন সৃষ্টি করলেও বড় ধরনের ধ্বংস সাধন করে না।

    তরিফুল নেওয়াজ আরও জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পের পর কখনও কখনও আফটারশক দেখা দিতে পারে, তবে তা সবসময় তীব্র হয় না। এ ধরনের ভূমিকম্পকে “না খুব দুর্বল, না খুব শক্তিশালী”- মাঝারি পর্যায়ের বলে উল্লেখ করেন তিনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930