আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে দাঁড়িয়েছেন। নব্বই দশকের জনপ্রিয় বেতারের কণ্ঠশিল্পী আফরোজা নিজামী বর্তমানে অসুস্থ।
আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীতে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আফরোজা নিজামী’র সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উপস্থিত সদস্যরা আফরোজা নিজামীকে বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা ও সমর্থনের বার্তা আফরোজা নিজামী’র কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা, বিভিন্ন শাখার সহ-সভাপতি ও সাংগঠনিক সদস্যরা। আফরোজা নিজামী ১৯৯০-এর দশকে জনপ্রিয় বেতার নাটক ও বিজ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে নতুন প্রজন্মের স্মৃতিতে অমলিন স্থান করে নিয়েছেন।
বিআলো/এফএইচএস



