আবারও উত্তর জাপানে শক্তিশালী কম্পন, সুনামি সতর্কতা জারি
dailybangla
12th Dec 2025 1:15 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: জাপানের উত্তর-পূর্বাঞ্চল শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ৬.৭ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। এরপর উপকূলীয় এলাকায় এক মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে, এমন আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে এ ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে।
মাত্র কয়েক দিন আগে একই এলাকায় ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানায় পুরো অঞ্চল এখনও অস্থির।
সোমবারের ভূমিকম্পের পর কর্তৃপক্ষ সতর্ক করেছিল, এক সপ্তাহের মধ্যে আরও বড় কম্পনের ঝুঁকি বাড়ছে। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি হওয়ায় জাপানে প্রায়ই এই ধরনের কম্পন অনুভূত হয়।
বিআলো/শিলি



