আবারও জাতীয় ঐক্য ফিরবে: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে সেই ঐক্য আবারও ফিরে আসবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীতে এনডিএমের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো। এই কমিশনের মেয়াদ জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। তাই তাঁরা আশা করেন, প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করা যাবে। এরপর পরবর্তী ধাপে অগ্রসর হবে কমিশন।
তিনি আরও বলেন, প্রথম ধাপের সংলাপের মাধ্যমে আলোচনার সূচনা হয়েছে, পর্যায়ক্রমে হয়তো আলোচনা হবে। আমরা বিবেচনা করব কীভাবে এক জায়গায় আসতে পারি।
এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির আট সদস্য আলোচনায় অংশ নেন।
বৈঠকে যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে সেই ঐক্য আবারও ফিরে আসবে বলেও জানান আলী রীয়াজ। ওই বৈঠক শেষে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়ক হবে।
বিআলো/শিলি