আবারো ছবির প্রযোজক জায়েদ খান
একজন অভিনেতা হিসেবেই পরিচিত ও জনপ্রিয় জায়েদ খান। পাশাপাশি সফল সংগঠক হিসেবেও রয়েছে অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। এই দুই পরিচয়ের সঙ্গে আরেকটি পরিচয়ও আছে জায়েদ খানের। তিনি একজন চিত্র প্রযোজকও।
কয়েক বছর আগে ‘অন্তর জ্বালা’ নামের একটি ছবি প্রযোজনা করেছিলেন। ছবিটি ব্যবসায়িকভাবেও সফল হয়। সেই অভিজ্ঞতা নিয়ে আবারো ছবি প্রযোজনায় নামছেন তিনি। তার প্রযোজিত দ্বিতীয় এই ছবিটির নাম ‘টেনশন’।
গত ঈদের আগে এটির নাম নিবন্ধন প্রক্রিয়াও সম্পন্ন করেছেন। করোনার লকডাউনের কারণে ছবিটির শুটিং শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এখন চলছে অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আগেরবার যখন ছবি প্রযোজনা করেছিলাম, তখন সেই কাজটি পরিকল্পনা অনুযায়ী করার কারণে দর্শক গ্রহণ করে ছবিটি। এবারো নিখুঁত পরিকল্পনা নিয়ে ছবিটি নির্মাণের ইচ্ছা আছে। আশা করছি এটিও দর্শকের ভালো লাগবে।’
এদিকে তার হাতে অন্য পরিচালকের ছবিও আছে। এগুলো হলো শামীম আহমেদ রনির পরিচালনায় ‘ক্ষত’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, শফিক হাসানের ‘বাহাদুরী’।