আবু সাঈদ হত্যা: পুলিশের ১৭ সদস্যের বিরুদ্ধে মামলা
রংপুর প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
১৮ আগস্ট, রবিবার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত তাজহাট রংপুরে মামলা দায়ের করেন নিহত আবু সাঈদের ভাই রমজান আলী।
মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে এ এসআই আমির আলী, ২ নম্বর আসামি কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা রয়েছে।
উল্লেখ্য, রংপুরে কোটা সংস্কার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্কের মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়।
বিআলো/শিলি