আবু সাঈদ হত্যা মামলা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিহত আবু সাঈদের পরিবার এ মামলা দায়ের করেন বলে রবিবার নিশ্চিত হওয়া গেছে। এই নিয়ে শেখ হসিনার বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে।
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ৫ অগাস্ট শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া আবুল হাসান স্বজনের বড়ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে মামলাটি করেন।
গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এক পর্যায়ে সেখানে সংঘর্ষ শুরু হলে আহত হন আবু সাঈদ। তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আবু সাঈদ। তিনি ছিলেন দরিদ্র পরিবারের একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান। প্রবল ইচ্ছাশক্তিতে ৯ ভাই-বোনের মধ্যে তিনি লেখাপড়া চালিয়ে গেছেন।
অভাবের সংসারে অন্য ভাই-বোনেরা লেখাপড়া করতে না পারলেও আবু সাঈদ গোল্ডেন জিপিএ ৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পাসের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। পুরো পরিবারের স্বপ্ন ছিল আবু সাঈদকে ঘিরে।
বিআলো/শিলি