আমতলীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা অনুষ্ঠিত
পিএম, সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা) : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমতলী গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া বাজারে মঙ্গলবার (২১ জানুয়ারি) এশার নামাজ বাদ ২ নং ওয়ার্ড বিএনপির কর্তৃক ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রফিক বিশ্বাসের পরিচালনায় দোয়া ও আলোচনা স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ পদপ্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার পক্ষে ভোট প্রার্থনা করেছেন বক্তারা। দোয়া ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. জসিম উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা যুবদলের সভাপতি মো. জাহিদ মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ইলিয়াস খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মো. তোফাজ্জেল হোসেন,
উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রুহুল আমিন দিপু, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, সাইফুল ইসলাম লালন, মো. নজরুল গাজি, ইউনিয়ন যুবদল আহ্বায়ক মো. রফিক বিশ্বাস, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আমিনুল ইসলাম, সাবেক যুবদল যুবদল সভাপতি কবির পঞ্চায়েত, যুবদল সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র মলয়, ১০ নং মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান টিটু।
এছাড়া উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ও মহিলা বিএনপির নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া কামনা করে সকল উপস্থিতিদের খিচুরী বিতরণ করা হয় ।
বিআলো/আমিনা



