আমরা কুঁড়ির নতুন উপদেষ্টা তারেক উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিশু কিশোর সংগঠনের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. তারেক উদ্দিন।
তিনি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ইভিপি, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের প্রধান হিসেবে নিয়োজিত রয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত আমরা কুঁড়ির বার্ষিক সাধারণ সভায় মো. তারেক উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা হিসেবে দায়িত্বভার দেওয়া হয়।
আমরা কুঁড়ির নবনির্বাচিত অন্যান্য উপদেষ্টারা হলেন: লুনা পলিমার ও প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ’র ব্যবস্থাপনা পরিচালক এএসএম কামাল উদ্দিন, সাবেক সচিব, কবি হাসনাত লোকমান, ওয়েস্টার্ন ইলেকট্রনিকস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম উদ্দিন হাওলাদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম কাঞ্চন এবং কাইয়ুম হোসেন।
সম্প্রতি উপদেষ্টা মো. তারেক উদ্দিনকে সংগঠনের কার্ড তুলে দিচ্ছেন আমরা কুঁড়ির কেন্দ্রীয় চেয়ারম্যান মোস্তাক আহমেদ লিটন (শিশু লিটন) ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাংবাদিক হাফিজ রহমান।
বিআলো/তুরাগ