আমাদের কালের আমাদের সক্রেটিস: অধ্যাপক আহমেদ রেজাকে ঘিরে জ্ঞান–অনুরাগের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের কালের আমাদের সক্রেটিস’—এই গভীর শ্রদ্ধা ও ভালোবাসার শিরোনামে গত শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে এক আবেগঘন ও মননশীল সম্মিলিত আয়োজন। কেন্দ্রবিন্দুতে ছিলেন নিভৃতচারী, রুচিস্নিগ্ধ, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শিক্ষক—অধ্যাপক আহমেদ রেজা (Ahmed Reza Dipu)। তিনি একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নিপুণ অনুবাদক, সাবলীল উপস্থাপক, উচ্চমার্গীয় সম্পাদক এবং আপাদমস্তক একজন শিক্ষক—অগণিত শিক্ষার্থীর আলোকবর্তিকা।
এই আয়োজনে বিশেষ তাৎপর্য ছিল পাঁচ প্রজন্মের শিক্ষকের সম্মিলন। সভাপতিত্ব করেন সর্বজনশ্রদ্ধেয় অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস—যিনি সবার শিক্ষক। তার ছাত্র অধ্যাপক আহমেদ রেজা; অধ্যাপক রেজার ছাত্র অধ্যাপক সামসাদ মূর্তজা ও অধ্যাপক মামুনুর রহমান; তাদের ছাত্র অধ্যাপক রহমান মাহবুব; এবং এখন তারই ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞানের এই স্রোত—নিভৃতে, বিনয়ে, নিরবচ্ছিন্ন সাধনায়—অনুষ্ঠানটিকে দিয়েছে অনন্য মাত্রা।
অধ্যাপক রেজাকে কেন্দ্র করে আয়োজিত এই আয়োজন পরিণত হয় জ্ঞানী–গুণীজনের এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলায়।
আয়োজক কমিটি—রাইটার ওয়েব বাংলাদেশ ও আইবিসি ফাউন্ডেশনপর পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় তাদের মূল্যবান সময় ও অংশগ্রহণের জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপ্রধান অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসসহ বিশিষ্ট অতিথিবৃন্দ—আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ড. গৌরাঙ্গ মহন্ত, কবি নাসির আহমেদ, অধ্যাপক ড. সামসাদ মূর্তজা (চেয়ারম্যান, PEN Bangladesh), এবং অধ্যাপক ড. মাসুদ ইমরান মান্নু।
এটি ছিল এক সম্মিলিত প্রয়াস—যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহুজনের অবদান রয়েছে। আয়োজক কমিটিতে ছিলেন ইকবাল খোরশেদ, অধ্যাপক ড. মামুনুর রহমান, কবি তালুকদার লাভলী, অধ্যাপক ড. রহমান মাহবুব, অধ্যাপক আফজাল হোসেন, অধ্যাপক ড. ফিরোজ, আবৃত্তিশিল্পী নায়লা তারানুম, কবি বিপ্লব রায়, সাংবাদিক আনজুমান আরা শিল্পী এবং সাদিয়া।
আয়োজনের উদ্যোক্তা ছিল দুটি সংগঠন:
১) রাইটার ওয়েব বাংলাদেশ, যার দায়িত্বে আছেন কবি ও কথাসাহিত্যিক তালুকদার লাভলী।
২) আইবিসি ফাউন্ডেশন (IBC Foundation), যার সভাপতির দায়িত্বে আছেন অধ্যাপক ড. রহমান মাহবুব (সিটি ইউনিভার্সিটি)।
এই আয়োজন প্রমাণ করে—নিভৃত সাধনাই জ্ঞানের সবচেয়ে উজ্জ্বল আলো জ্বালায়। অধ্যাপক আহমেদ রেজা সেই আলোরই এক অনিবার্য নাম—আমাদের কালের আমাদের সক্রেটিস।
বিআলো/তুরাগ



