আমিরাতে প্রবাসী বাংলাদেশির ৪২ লাখের লটারি জয়
বিআলো ডেস্ক: দুই বছর ধরে ধৈর্য ধরে চেষ্টা করে অবশেষে ভাগ্য খুলেছে মোহাম্মদ হায়দার আলির। ৩১ বছর বয়সী এই বাংলাদেশি বিক্রয়কর্মী জিতেছেন ‘বিগ টিকিট’–এর সাপ্তাহিক ই-ড্রয়ের সিরিজ ২৮০–এ ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনার বার। এর বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৪২ লাখ টাকার সমান।
হায়দার আলি গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আল আইনে থাকেন। একটি ইলেকট্রনিকস দোকানে কাজ করেন তিনি, দেশে থাকা পরিবারের খরচ চালানোর জন্য। দুই বছর আগে বিগ টিকিটের সেলস টিমের ফোন কলেই তার শুরু হয় এই যাত্রা। এরপর থেকে নিয়মিত টিকিট কিনতে থাকেন তিনি, কখনো নিজের নামে, কখনো বন্ধুর নামে। চার-পাঁচজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে মিলে প্রতি মাসেই তারা টিকিট কিনতেন ভাগ্যের আশায়।
অবশেষে সেই আশাই পূরণ হলো। লাইভ ড্র চলাকালে উপস্থাপক রিচার্ড যখন ফোনে জানালেন জয়ী হয়েছেন, তখন হতবাক হয়ে যান হায়দার আলি। অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, ‘কত গ্রাম? ২৪ ক্যারেট? ঠিক আছে!’
এরপর ফোনটা বন্ধুর হাতে দেন যাচাই করার জন্য যে এটা সত্যি কি না। কিন্তু রিচার্ড যখন ‘বিগ টিকিট’–এর নাম বলেন, তখনই আনন্দে ফেটে পড়েন তারা। টিকিট নম্বর ছিল ৩২১০৮০।
পুরস্কারের কথা জানার পর হায়দারের মুখে আনন্দের উচ্ছ্বাস ঝরে পড়ে। তিনি জানান, ‘খুবই আনন্দ লাগছে, এটা সত্যিই আমার জন্য অপ্রত্যাশিত সৌভাগ্য।’ সোনা কীভাবে ব্যবহার করবেন, তা এখনো ঠিক করেননি তিনি। তবে এই অর্জন তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। হায়দার বলেন, ‘এই সাফল্য আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। এখন থেকে আমি নিয়মিত অংশ নেব।’
বিগ টিকিট সম্পর্কে বলতে গিয়ে হায়দার আলি জানান, ‘এটি একটি চমৎকার সংগঠন। পুরো প্রক্রিয়া খুবই সরল এবং বিশ্বাসযোগ্য।’
বিআলো/শিলি



