আমিরাতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড়
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি সুপার মার্কেট ১০ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশের বেশি ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, যেসব সুপার মার্কেট ছাড়ের ঘোষণা দিয়েছে, তাদের মধ্যে রয়েছে লুলু হাইপার মার্কেট। আমিরাতজুড়ে তাদের ৬০০টি শাখা রয়েছে। তারা তাদের সাড়ে ৫ হাজার পণ্যের ওপর ৬৫ শতাংশ ছাড় দিচ্ছে।
এছাড়া অন্য একটি সুপার মার্কেট জায়ান্ট তাদের পাঁচ হাজারের বেশি পণ্যে প্রায় ৬০ শতাংশ ছাড় দিচ্ছে বলে জানান সুলতান দারউইস নামে আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
রমজানের সময় স্থানীয় বাজারে যেন পর্যাপ্ত পরিমাণ পণ্য থাকে, তা নিশ্চিত করতে সবাই কাজ করছে বলেও জানান অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
রমজানে কেউ যেন অতিরিক্ত মুনাফা অর্জন না করতে পারে প্রতি বছরই সেটি নিশ্চিত করার চেষ্টা করে আমিরাত সরকার। সূত্র: খালিজ টাইমস
বিআলো/শিলি