• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    আমি কোনদিন আমার জন্মদিন পালন করি নাই, আজ উপভোগ করলাম: পথশিশু সাহরিন 

     dailybangla 
    11th Mar 2025 7:09 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ১০০ জন বন্ধুর সাথে আমার জন্মদিন পালন করতে পেরে আমি খুব খুশী। আমি কোনদিন আমার জন্মদিন পালন করিনাই। আজকে এখানে আসতে পেরে আমি জন্মদিনের আনন্দ উপভোগ করলাম”, হাজারীবাগ আরবান এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে সাহরিন নামের ১৩ বছর বয়সের এক মেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই কথা বলেন।

    ১১ মার্চ ২০২৫ রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে “বার্থডে বাউন্সবেক” অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তামান্না রহমান, চেয়ার পারসন, নৃত্য-কলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

    উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন একটি আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। হত দরিদ্র শিশু ও তাদের পরিবারের উন্নয়নের জন্য গত ৫৪ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকার হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের জন্য সরকারের পাাশাপাশি কাজ করে যাচ্ছে। বিভিন্ন কার্যক্রমের মধ্যে শিশুদের জন্মদিন পালন করা একটি অন্যতম কাজ। ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত শিশুদের নিয়ে বছরে একবার এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আয়োজন করা হয়।

    দিনটিকে ঘিরে জন্মদিনের কেক কাটা সহ শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান অয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোয়ান্না ডি রোজারিও, সিনিয়র ম্যানেজার আরবান।

    এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকী তালুকদার, ফিল্ড কো-অর্ডিনেটর, স্পন্সরশীপ, এডুকেশন, চাইল্ড প্রোটেকশন এন্ড পারটিশিপেশন, জোনাস ক্ল‍্যারি কস্তা, এপি ম্যানেজার আরবান এবং মাহী ইসলাম পলক, সভাপতি হাজারীবাগ বন্ধন শিশু ফোরাম। জন্মদিনের উপহার হিসেবে প্রত্যেক শিশুকে দেওয়া হয় ১২ টি করে খাতা। সর্বমোট ৪৮৩২ জন শিশুকে এই উপহার প্রদান করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31