আলোচনার প্রস্তাব দিলেও শর্ত মানতে অস্বীকৃতি ইরানের
আর্ন্তজাতিক ডেস্ক: পারমাণবিক কর্মসূচি ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সরাসরি আলোচনার প্রস্তাব দিলেও ওয়াশিংটনের শর্ত মানতে নারাজ তেহরান, জানিয়ে দিয়েছে- চাপ ও হুমকির কাছে তারা নত হবে না।
মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানায়, ইরান যদি সরাসরি ও কার্যকর আলোচনায় আগ্রহী হয়, তবে তারা আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-মধ্যপ্রাচ্যবিষয়ক দূত মরগান অর্টাগাস স্পষ্ট করেন, যেকোনো চুক্তির পূর্বশর্ত হলো ইরানের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা।
এর জবাবে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, ‘শূন্য সমৃদ্ধকরণ’ দাবি আন্তর্জাতিক আইন ও এনপিটি চুক্তির পরিপন্থি।
তাঁর ভাষায়, ন্যায্য আলোচনার নামে একতরফা শর্ত চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। ইরান কোনো ধরনের ভয়ভীতি বা চাপের রাজনীতিতে মাথা নত করবে না বলেও তিনি স্পষ্ট করেন।
বিআলো/শিলি



