• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আলোচনা নয়, এবার কর্মসূচির সময়; বাংলাদেশ ইনোভেশন পার্টি এগিয়ে যাচ্ছে জাতির অগ্রগতির লক্ষ্যে 

     dailybangla 
    26th May 2025 9:45 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকার পল্টন বিজয়নগরে পানির ট্যাংকির পাশে ট্যাপা কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইনোভেশন পার্টি আয়োজিত উন্মুক্ত আলোচনা সভা।

    ২৫ মে, রবিবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনোভেশন পার্টির চেয়ারম্যান মোঃ উজ্জ্বল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া।

    সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইনোভেশন পার্টির মহাসচিব হাবিবুর রহমান বাবু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরাফাত হোসেন হিমেল, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, ভাইস চেয়ারম্যান নাঈম ইসলাম, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন, রাজনৈতিক ব্যক্তিত্ব তাইফুর রহমান রাহি, সংগঠক মোঃ রাইসুল ইসলাম রিপন, সমাজকর্মী এইচ আর বাবু, যুবনেতা মোঃ অহিদুল ইসলাম, এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার গুণীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    এসময় বাংলাদেশ ইনোভেশন পার্টির চেয়ারম্যান মোঃ উজ্জ্বল মোল্লা তাঁর বক্তব্যে বলেন, আমরা রাজনীতিকে জনসেবার মাধ্যম হিসেবে দেখতে চাই। বাংলাদেশ ইনোভেশন পার্টি দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও নিবেদিতভাবে কাজ করে যাবে। দেশকে এগিয়ে নিতে যারা আন্তরিকভাবে কাজ করছে, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে আমাদের পথচলা।

    বাংলাদেশ মুক্তি পার্টি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন,“আমরা একসাথে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। বাংলাদেশ ইনোভেশন পার্টির উদ্ভাবনী চিন্তা আমাদের আশাবাদী করে তুলেছে। আগামী দিনগুলোতে আমরা একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।

    হাবিবুর রহমান বাবু (মহাসচিব) তিনি বলেন, রাজনীতিতে সত্যিকারের পরিবর্তন আনতে হলে দায়িত্বশীলতা ও উদ্ভাবনী শক্তি থাকতে হবে। বাংলাদেশ ইনোভেশন পার্টি জনগণের আস্থা অর্জন করতে চায় কাজের মাধ্যমে, কথার মাধ্যমে নয়।

    আরাফাত হোসেন হিমেল (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) তিনি বলেন, আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করি। এই প্রজন্ম চায় একটি প্রগতিশীল ও ইনোভেটিভ বাংলাদেশ। বাংলাদেশ ইনোভেশন পার্টি সেই ভবিষ্যতের রূপরেখা তৈরি করছে।

    মোহাম্মদ ইসমাইল হোসেন (সিনিয়র যুগ্ম মহাসচিব) তিনি বলেন, আমরা রাজনীতিকে ক্লিন, ক্রিয়েটিভ ও কোলাবরেটিভ করে তুলতে চাই। সম্মিলিত প্রচেষ্টাই দেশকে এগিয়ে নেবে।

    অতিথিদের মধ্যে তাইফুর রহমান রাহি বলেন, আজকের এই মিলনমেলা একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার সূচনা। বাংলাদেশ ইনোভেশন পার্টির কার্যক্রম তরুণদের মাঝে আশার আলো জাগিয়েছে।

    মোঃ রাইসুল ইসলাম রিপন বলেন, নেতৃত্ব তখনই অর্থবহ হয়, যখন তা মানুষ ও সমাজের কল্যাণে ব্যবহার হয়। এই দল সেই চেষ্টায় বিশ্বাস করে।

    এইচ আর বাবু বলে, রাজনীতি নয়, দেশসেবা—এই মন্ত্রে আমরা একত্রিত হয়েছি। আজকের আলোচনা সভা ছিল কার্যকর ও উৎসাহব্যঞ্জক।

    মোঃ অহিদুল ইসলাম বলেন, সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন সাহসী চিন্তা ও ঐক্যবদ্ধ কর্মসূচি। ইনোভেশন পার্টি সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে।

    বিশেষ আলোচনা- সভায় বাংলাদেশ ইনোভেশন পার্টি ও বাংলাদেশ মুক্তি পার্টির মধ্যে আগামীর দেশ ভাবনা, উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক ঐক্য নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

    এই অনুষ্ঠান একটি নতুন রাজনৈতিক জাগরণের বার্তা বহন করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক ঐক্য, উদ্ভাবনী পরিকল্পনা ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে ভবিষ্যতের বাংলাদেশ গঠনের অঙ্গীকারই ছিল এ সভার মূল প্রতিপাদ্য।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031