• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আল্লাহকে সিজদা করার তাৎপর্য 

     dailybangla 
    31st Oct 2024 9:46 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: মানুষের জীবনে সিজদা একটি বিশেষ স্থানের অধিকারী। এটি আল্লাহর প্রতি আত্মসমর্পণের একটি প্রকাশ। আমাদের ঈমানের পরিপূর্ণতা ও আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে। সিজদার মাধ্যমে আমরা নিজেদের অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর সামনে নিচু করে প্রমাণ করি যে, আমরা কেবল তারই বন্দেগী করি। তারই হুকুম পালন করি। এটি এমন একটি উপাদান যা আমাদের আত্মা, চিন্তা ও হৃদয়কে একত্রিত করে আল্লাহর সামনে।

    আল্লাহ রাব্বুল আলামিন সুরা হাজ্জের ১৮ নম্বর আয়াতে বলেন,

    اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یَسۡجُدُ لَہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَمَنۡ فِی الۡاَرۡضِ وَالشَّمۡسُ وَالۡقَمَرُ وَالنُّجُوۡمُ وَالۡجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَکَثِیۡرٌ مِّنَ النَّاسِ ؕ وَکَثِیۡرٌ حَقَّ عَلَیۡہِ الۡعَذَابُ ؕ وَمَنۡ یُّہِنِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ مُّکۡرِمٍ ؕ اِنَّ اللّٰہَ یَفۡعَلُ مَا یَشَآءُ ؕٛ

    অর্থ: তুমি কি দেখনি আল্লাহর সম্মুখে সিজদা করে যা-কিছু আছে আকাশমণ্ডলীতে, যা-কিছু আছে পৃথিবীতে ও সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পাহাড়, বৃক্ষ, জীবজন্তু ও বহু মানুষ? আবার এমনও অনেক আছে, যাদের প্রতি শাস্তি অবধারিত হয়ে আছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তার কোন সম্মানদাতা নেই। নিশ্চয়ই আল্লাহ করেন যা তিনি চান। (সুরা আল হাজ্জ ১৮)

    কোরআনের এ আয়াতে সিজদা শুধু মানুষের জন্য নয়, বরং সমগ্র সৃষ্টি তার প্রতি সিজদা করে। সিজদা মানে আনুগত্য করা। সিজদায় অবনত হওয়াকেও বুঝায়।

    তুমি কি দেখনি আল্লাহর সম্মুখে সিজদা করে যা-কিছু আছে আকাশমণ্ডলীতে, যা-কিছু আছে পৃথিবীতে এবং সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পাহাড়, বৃক্ষ, জীবজন্তু ও বহু মানুষ? এ আয়াতে সব কিছুর সিজদার উল্লেখ করা হয়েছে। সিজদার অর্থ হল, এই সকল সৃষ্টিরা আল্লাহর নির্দেশনা মান্য করে। নিজেদের অবস্থান অনুযায়ী তাকে শ্রদ্ধা জানায়।

    সিজদার এক বিশেষত্ব হলো, এটি শুধু মুসলমানদের জন্যই নয় বরং সমস্ত সৃষ্টির জন্য একটি সাধারণ বাস্তবতা। সূর্য, চাঁদ, তারা, পাহাড়, গাছ এবং পশুপাখিরাও আল্লাহর সামনে সিজদা করে। তবে মানুষের মধ্যে এই সিজদা করার অঙ্গীকার আলাদা। কিছু মানুষ আল্লাহর নির্দেশ অনুসরণ করে আর সিজদা করে, আবার কিছু মানুষ এ দায়িত্ব পালন থেকে দূরে থাকে। তাই বলা হয়েছে, ‘বহু মানুষও।’

    সিজদা করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করি। তার কাছে সঠিক পথের জন্য সাহায্য প্রার্থনা করি। এটি আমাদের মনে প্রশান্তি এনে দেয়। জীবনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য শক্তি প্রদান করে। আল্লাহর প্রতি সিজদা করা আমাদেরকে ন্যায়, সত্য ও সঠিক পথে পরিচালিত করে।

    হাদিসে এসেছে অবশ্যই, সিজদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অবস্থান। সিজদা করার সময়, তুমি আল্লাহর কাছে সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকো (মুসলিম)। এই হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, সিজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে দৃঢ় করতে পারি আর আল্লাহর সাহায্য লাভ করতে পারি।

    সিজদা, মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আল্লাহর প্রতি আমাদের আত্মসমর্পণের একটি প্রমাণ। আমাদের ঈমানের শক্তি। আল্লাহ তাআলা সকল সৃষ্টি তার নির্দেশ অনুসরণ করছে, তবে মানুষের মধ্যে এ সিজদা করার দায়িত্বের প্রাপ্তি পৃথক। যে মানুষ সিজদা করে, সে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করে। তার জন্য রয়েছে মহান শান্তি ও বরকত। তাই আমাদের উচিত, প্রতিদিনের জীবনযাত্রায় সিজদাকে গুরুত্ব দেয়া। আল্লাহর প্রতি আমাদের প্রেম ও আনুগত্য প্রকাশ করা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930