আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো: অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক: ভারতের পাহাড়ি ঢলের পানি ও টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের পূর্বাঞ্চলে। দেশের নয়টি অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে জনজীবন বিপর্যস্তের পাশিপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে নিজেদেরকে উদ্ধারের আকুতি জানাচ্ছেন বন্যার্তরা। এমন পরিস্থিতিতে দেশকে বন্যা থেকে রক্ষা আকুতি জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।
বুধবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যা আক্রান্ত একটি ডামি ছবি শেয়ার করে সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো।’
অপু বিশ্বাসের সেই পোস্টে নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেন ভক্তরাও। একইসঙ্গে এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেন সকলে। পাশাপাশি একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধও জানান।
বিআলো/শিলি