• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আল-হিলালের বিপক্ষে সমতায় মাঠ ছাড়ল রিয়াল 

     dailybangla 
    19th Jun 2025 10:08 am  |  অনলাইন সংস্করণ

    ক্রীড়া ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করতে পারেনি রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ২ পয়েন্ট হারিয়েছে ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা। কার্লো আনচেলত্তির বিদায়ের পর এই ম্যাচের মাধ্যমে কোচ হিসেবে রিয়ালে অভিষেক হয় জাবি আলোনসোর।

    রিয়ালের ডাগআউটে আলোনসোর আত্মপ্রকাশে কিছুটা সম্ভাবনার ঝলক দেখা গেলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। গরম ও আর্দ্রতায় ক্লান্ত মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রায় পূর্ণ গ্যালারির সামনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

    ম্যাচের অতিরিক্ত সময়ে ফেদেরিকো ভালভার্দে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেলেও আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বোনু দুর্দান্তভাবে তা রুখে দেন।

    জ্বরের কারণে কিলিয়ান এমবাপে না থাকায় রিয়ালের আক্রমণভাগের নেতৃত্ব দেন গঞ্জালো গার্সিয়া। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেন তিনি। তবে সদ্য দলে যোগ দেওয়া ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ছিলেন ফিকে। লিভারপুল থেকে তাকে দলে ভেড়ানো এ তারকার কাছে কাঙ্ক্ষিত পারফরম্যান্সের ছিটেফোঁটাও দেখা যায়নি।

    তবে শুরুতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আল হিলাল। রিয়ালের ডি-বক্সে একের পর এক চাপ সৃষ্টি করে সৌদি প্রো লিগের ক্লাবটি। যদিও শেষ মুহূর্তে ফিনিশিংয়ে ঘাটতি ছিল। ২৯ মিনিটে সালেম আল-দাওসারি বক্সে ঢুকে চমৎকার ড্রিবলিংয়ের পর শট নিতে যাচ্ছিলেন, ঠিক তখনই ওরেলিয়েন চুয়ামেনি গুরুত্বপূর্ণ ট্যাকল করে কর্নারে পরিণত করেন।

    কিছুক্ষণ পর আল হিলাল গোল উদযাপন করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

    প্রচণ্ড গরমে স্টেডিয়ামের সবচেয়ে সস্তা টিকিটের দামও ছিল ১৬০ ডলারের বেশি। আর প্রিমিয়াম সিটের দাম ৯৫০ ডলার ছাড়িয়ে গেলেও গ্যালারিতে দর্শকদের উদ্দীপনা ছিল তুঙ্গে।

    ৩০ মিনিটে একবার কুলিং ব্রেকে খেলোয়াড়রা একটু বিশ্রাম পায়। কেউ কেউ তোয়ালে মুড়িয়ে, কেউ পানি খেয়ে নিজেকে চাঙ্গা করেন।

    এই বিরতির ৪ মিনিট (ম্যাচের ৩৪ মিনিটে) পরই রিয়াল গোল করে বসে। রদ্রিগোর পাস থেকে গার্সিয়া ঠান্ডা মাথায় বলটি বোনুর ওপর দিয়ে চিপ করে জালে জড়ান।

    কিন্তু আল হিলাল হাল ছাড়েনি। ৪১ মিনেটে রাউল আসেনসিওর ফাউলে আল হিলালের মার্কোস লিওনার্দো পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রুবেন নেভেস পেনাল্টি থেকে গোল করে ১-১ সমতা ফেরান।

    প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও আল হিলালের আল-দাওসারি গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তার শটটি অল্পের জন্য বাইরে চলে যায়।

    দ্বিতীয়ার্ধে রিয়াল আক্রমণের গতি বাড়ায়। বদলি নামা আর্দা গুলারের শট পোস্টে লেগে ফিরে আসে, এরপর বোনু গার্সিয়ার একটি শট অসাধারণভাবে রিফ্লেক্স সেভ করেন।

    ৬৮ মিনিটে আরেকটি কুলিং ব্রেক হলেও রিয়ালের জন্য তা ফলপ্রসূ হয়নি। শেষ পর্যন্ত বলের দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও আল হিলালের রক্ষণভাগ ভাঙতে পারেনি রিয়াল।

    ম্যাচের শেষ দিকে রিয়াল জয়ের সুবর্ণ সুযোগ পায়, যখন আল হিলালের মোহাম্মদ আল-কাহতানি রিয়ালের ফ্রান গার্সিয়াকে ডি-বক্সের ভেতর ফাউল করেন। রেফারি পিচসাইড মনিটর দেখে পেনাল্টি দেন।

    যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভালভার্দে শট নেন, কিন্তু তার নিচু শটটি আল হিলাল গোলরক্ষক বাঁ দিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন। আর এতে আল হিলাল খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়েন। ফলে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930