আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জে আইনজীবী ফোরামের পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার। এছাড়া বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম দুলাল, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট ইন্দ্রজিত সাহা, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম এবং এপিপি আব্দুল মালেক খান।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। আইনজীবী সমাজ সবসময় ন্যায়বিচার ও গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে থেকে ভূমিকা রেখে এসেছে এবং আগামীতেও সেই দায়িত্ব পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে আদালত চত্বর থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
বিআলো/তুরাগ



