আসলে সবাই মানুষ হয় না: তমা মির্জা
বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী তমা মির্জা এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন। ‘নদীজন’ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তমা মির্জা।
মোহাম্মদপুরে জাপান গার্ডেনে কিছু কুকুরকে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। এর মধ্যে এ অভিনেত্রীও তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ বিষয়টি নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তমা মির্জা। যেখানে এ অভিনেত্রী লিখেছেন— মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না। আপনি মানুষ হয়েছেন কিনা সেটি পরীক্ষা করার সহজ একটি উপায় হলো, অন্য একটি প্রাণী আপনাকে বিশ্বাস করে কিনা, আপনাকে ভালোবাসে কিনা সেটি যাচাই করা।
অভিনেত্রী বলেন, ‘একটা কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটা বেড়াল যদি আপনার ওপরে আস্থা রাখে, একটা পাখি যদি আপনার দেওয়া খাবার নির্ভয়ে খায়, তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন।
তমা বলেন, আপনি যদি কোনো প্রাণীর বিশ্বাসের অমর্যাদা না করেন,তাহলে আপনি মানুষ হয়েছেন। অন্য প্রাণীরাই সাক্ষী দেবে আপনি মানুষ নাকি মানুষের মতো শুধু দেখতে একটা উদ্ভট প্রাণী।
বিআলো/শিলি