• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    আসাদ সমর্থকদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ 

     dailybangla 
    07th Mar 2025 11:49 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার লাতাকিয়া প্রদেশে সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সমর্থকদের তীব্র সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের জেরে শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে।

    সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সামরিক বাহিনীর বিশাল এক বহর দেশটির জাবলে শহরের দিকে যাচ্ছে।

    দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় ওই এলাকায় রাশিয়া নিয়ন্ত্রিত বিমানঘাঁটির কাছে হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

    গত বৃহস্পতিবার রাতে সিরিয়া-ভিত্তিক স্টেপ নিউজ এজেন্সি জানায়, সরকার-সমর্থিত সামরিক বাহিনী প্রায় ৭০ জন আসাদ সমর্থককে হত্যা করেছে। সেইসঙ্গে জাবলে ও আশপাশের এলাকা থেকে আরও ২৫ জনকে আটক করেছে।

    অন্যদিকে, সংবাদ সংস্থা এএফপি একজন যুদ্ধ পর্যবেক্ষকের উদ্ধৃতি দিয়ে মোট ৪৮ জন নিহত হওয়ার কথা জানায়। এর মধ্যে ১৬ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য। ২৮ জন আসাদ অনুগত যোদ্ধা এবং চার জন সাধারণ নাগরিক। এদিকে, সিরিয়ার হোমস ও আলেপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

    সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদুল ঘানি লাতাকিয়ায় আসাদ অনুগতদের প্রতি একটি সতর্কবার্তা দিয়েছেন এবং সরকারি গণমাধ্যমে কথা বলেছেন।

    গত ডিসেম্বরে অভ্যুত্থানে বাশার আল-আসাদের পতন ঘটে। এরপর থেকেই সিরিয়ার ইসলামপন্থী সরকারের অনুগত সামরিক বাহিনীর ওপর একইভাবে একের পর এক সহিংস হামলা চলছে।

    দশকের পর দশক ধরে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আলাওতি সম্প্রদায়ের দখলে থাকা উপকূলীয় এলাকায় আসাদ পরিবারের শক্ত প্রভাব রয়েছে। সেখানে সংঘর্ষ চলছেই।

    সিরিয়ার এই অঞ্চল দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠেছে। নতুন প্রেসিডেন্ট দেশটির দক্ষিণাঞ্চলেও বাধার মুখে পড়ছেন। সেখানে সাম্প্রতিক সময়ে দ্রুজ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31