আসিফের গানে মডেল হয়ে ধরা দিলেন ফারজানা সিঁথি
বিনোদন প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিল ফারজানা সিঁথিকে। সাহসী ভূমিকার জন্য তার নামের আগে নানা বিশেষণ জুড়ে দিয়েছেন কেউ কেউ।
এবার তাকে পাওয়া গেল আসিফের গানের মডেল হিসেবে।
গায়ক আসিফ আকবরের নতুন গান ‘ইচ্ছেরা’র মডেল হয়ে ধরা দিলেন সিঁথি। তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী।
‘আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/ তুমি আমার এ পৃথিবী/ তুমি ছাডা আজ সব অচেনা।’ এমন কথার গানে আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।
গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত্য মূখার্জী।গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
প্রায় ৫ মিনিট ব্যাপ্তির এই গানের বেশির ভাগ জুড়েই দেখা গেছে সিঁথি ও সাদীর খুঁনসুটি! মঙ্গলবার রাতে গানে ভিডিওটি প্রকাশ পেয়েছে।
বিআলো/শিলি