আ.লীগ সরকার নির্বিচারে মানুষ হত্যা করেছেন: সেলিমা রহমান
এইচ আর হীরা, বরিশাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করেছেন। তারা গত ১৬ বছরে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে।
‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর বান্দ রোডে মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৬ বছর ধরে গুম ও হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চালনায় এসময় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজ খানম নাসরিন সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
বিআলো/তুরাগ