• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইইউ নিষেধাজ্ঞার আগেই রাশিয়ান তেল থেকে সরে দাঁড়াল রিলায়েন্স 

     dailybangla 
    22nd Nov 2025 3:40 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশের আলোচনার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। গুজরাটের জামনগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) শোধনাগারে রাশিয়া থেকে আনা অপরিশোধিত তেল ব্যবহার বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়নের আসন্ন নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রাখতে আগেভাগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

    ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রিলায়েন্স বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে ২০ নভেম্বর থেকেই এসইজেড রিফাইনারিতে রাশিয়ান ক্রুড গ্রহণ বন্ধ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ওই ইউনিট থেকে রপ্তানিযোগ্য সব পণ্যে অ-রুশ উৎসের তেল ব্যবহৃত হবে। কোম্পানির ভাষ্য, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া ইইউ-র কঠোর বিধিনিষেধের জন্যই আগেভাগে এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

    জামনগরে রিলায়েন্সের দুটি রিফাইনারি রয়েছে- একটি ডমেস্টিক ট্যারিফ এরিয়া (ডিটিএ), যা মূলত ভারতীয় বাজারের জন্য, আরেকটি এসইজেড ইউনিট, যা রপ্তানিমুখী। রিলায়েন্স দীর্ঘদিন ধরে রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফ্ট ও লুকঅয়েলের কাছ থেকে অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে আসছিল। রোসনেফ্টের সঙ্গেই প্রতিদিন ৫ লাখ ব্যারেলের চুক্তি রয়েছে কোম্পানির।

    এই সিদ্ধান্ত আসে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র রোসনেফ্ট ও লুকঅয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২২ অক্টোবর আরোপ করা এই নিষেধাজ্ঞা ২১ নভেম্বর শেষ হওয়ার কথা। তার একদিন আগেই রিলায়েন্স তাদের অবস্থান পরিষ্কার করে।

    মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেছেন, পুতিনের আগ্রাসী ও ‘অর্থহীন’ যুদ্ধ চালিয়ে যাওয়ায় রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানিকে শাস্তি দিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মস্কোর সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার নতুন সেনেট আইনকে তিনি সমর্থন করবেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930