ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি পুতিন, তবে দিলেন শর্ত
আর্ন্তজাতকি ডেস্ক: ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া সম্মত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে। এছাড়া অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার করার প্রয়োজন আছে বলেও জানান পুতিন।
গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) এসব কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট।
২০২২ সালে পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন। সে সময় কয়েক হাজার সেনা পাঠান কিয়েভে। যা ‘কোল্ড ওয়ারের’ পর থেকে মস্কো এবং পশ্চিমাদের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ শুরু করে।
বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে আলোচনার পর ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সাথে একমত।’
তবে পুতিন আরও বলেন, ‘আমরা এই বিষয়টি খেয়াল করব যে, এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত যাতে দীর্ঘমেয়াদী শান্তির পথ খোলা থাকে এবং এই সংকটের মূল কারণগুলো সমাধান করা হয়।’
২০২৪ সালের মাঝামাঝি থেকে রাশিয়ার বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে। এরইমধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।
এদিকে ক্ষমতায় আসার আগে থেকেই তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, তিনি আশা করেন যে ক্রেমলিন ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হবে। যা আগেই ইউক্রেন সমর্থন দিয়েছে।
এদিকে যুদ্ধ শেষ করার প্রচেষ্টার জন্য পুতিন ধন্যবাদ জানান ট্রাম্পকে।
পুতিন বলেন, ‘যুদ্ধবিরতির ‘আইডিয়াটা’ ঠিক আছে। আমরা অবশ্যই এটিকে সমর্থন করি। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের আলোচনা করা দরকার। এ বিষয়ে আমাদের মার্কিন সহকর্মীদের সাথেও কথা বলা উচিত।’
ট্রাম্পকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান পুতিন। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি