ইজতেমা করার অনুমতি পেলেন সাদপন্থীরা
dailybangla
04th Feb 2025 6:44 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার তাবলিগ জামায়াত বাংলাদেশ মাওলানা সাদের অনুসারীরা অনুমতি পেয়েছেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধু ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।
আগামী ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে তাবলিগ জামায়াত বাংলাদেশ (মাওলানা সা’দ-এর অনুসারী)-এর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
বিআলো/শিলি